রামগড় সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ - Southeast Asia Journal

রামগড় সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন রামগড় উপজেলার ভারত সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনার সময় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর বিজিবি সদস্যরা।

গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাশিবাড়ী বিওপির অন্তর্গত বড়খেদা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব শাড়ী জব্দ করা হয়।

সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত আড়াইটায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কাশিবাড়ী বিওপির অন্তর্গত বড়খেদা (জিআর-৮০২৪৬৮ এমএস ৭৯এম/১৬) নামক স্থানে অভিযান চালায়। এসময় পাচারকারীরা বিজিবির টহল দলের উপস্থিততি টের পেয়ে অবৈধ ভাবে ভারত থেকে আনা শাড়ীগুলো ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত শাড়ীগুলো জব্দ করে নিয়ে আসে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত শাড়ীগুলোর মূল্য আনুমানিক ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। বর্তমানে জব্দকৃত ভারতীয় শাড়ীগুলো সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেছেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকান্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।