রামগড় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২ - Southeast Asia Journal

রামগড় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে অবৈধ ভাবে দেশে নিয়ে আসা ভারতীয় মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ২জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

দুপুরে (৬ আগষ্ট) চট্টগ্রাম জেরার জোরারগঞ্জ থানাধীন কয়লারমুখ বিওপির দায়িত্বপূর্ণ রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল বাশার এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ বিওপির দায়িত্বপূর্ণ রহমতপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ মাঈন উদ্দিন (৩২) ও মোঃ আবুল কাশেম (২১) নামের দুইজনকে অবৈধ ভাবে সীমান্ত পার করে দেশে নিয়ে আসা ৬ বোতল ভারতীয় মদ, ১ টি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, জব্দকৃত ৬ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা, ১ টি বাজাজ প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা এবং ১টি স্যামসাং মোবাইলের আনুমানিক বাজার মূল্য দশ হাজার টাকা।

আটককৃত মোঃ মাঈন উদ্দিন জেলার ভূজপুর থানাধীন চিকনছড়াস্থ নয়দৌলং এলাকার মোঃ সামসুল হক এবং মোঃ আবুল কাশেম একই এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে বলে জানা যায়।

বিজিবি সূত্র আরো জানায়, জব্দকৃত মালামালসহ আসামীদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যাটালিয়ন অধীনস্ত এলাকার সীমান্তগুলোতে পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও বিজিবি সীমান্তে এমন অভিযান অব্যাহত রাখবে।