খাগড়াছড়িতে বিজিবির অর্থায়নে সংস্কারকৃত মসজিদ ও গভীর নলকূপ উদ্বোধন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির অর্থায়নে সংস্কারকৃত মসজিদ ও গভীর নলকূপ উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির রামগড় ব্যাটালিয়নের অর্থায়নে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় সংস্কার শেষ একটি মসজিদ ও পানি শূণ্য এলাকায় একটি গভীর নলকুপ নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে।

সকালে উপজেলার চান্দপাড়ায় উক্ত মসজিদ ও যৌথ খামার এলাকায় নলকূপ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান।

এর আগে, উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ঢাকা কলোনীস্থ দুর্গম চান্দপাড়া জামে মসজিদের সংস্কার ও যৌথখামার এলাকার বাসিন্ধাদের পানিয় জলের সমস্যা সমাধানে একটি গভীর নলকুপ নির্মাণ করে বিজিবি। উক্ত সাবমারসিবল টিউবওয়েলে ১৫ টি পাহাড়ী এবং বাঙ্গালী পরিবার তথা আনুমানিক ৮০ জন ব্যক্তি উপকৃত হবে।

বিজিবি জানায়, পুরাতন জরাজীর্ণ সমজিদে ইবাদত পালনে স্থানীয় মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করে ১ লক্ষ ৮৭ হাজার ৫৮০ টাকা ব্যয়ে চান্দপাড়া ঢাকাকলোনী জামে মসজিদ এবং ৯১ হাজার ১১০ টাকা ব্যয়ে যৌথ খামার এলাকায় একটি গভীর নলকূপ নির্মাণ করে দেয়া হয়।

ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান জানান, অত্র অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।