মহারাষ্ট্রে নাশকতার ছক, অস্ত্র-গুলি উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মহারাষ্ট্রে একটি নৌকা থেকে তিনটি ‘একে ৪৭’ ও বিপুল গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়গড় জেলার হরিহরেশ্বর সৈকতের কাছে অস্ত্র বহনকারী একটি পরিত্যক্ত বোট উদ্ধার হয়। গণেশ পূজার কয়েকদিন আগে এমন ঘটনায় পুরো জেলা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
রায়গড়ের পুলিশ সুপার অশোক জানিয়েছেন, ওই নৌকা থেকে রাইফেল, গুলি এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মুম্বাই থেকে ২০০ কিলোমিটার এবং পুনে থেকে ১৭০ কিলোমিটার দূরে ওই বোটের খোঁজ মিলেছে। কারা এভাবে নৌকায় করে অস্ত্র এনেছিল তার কিনারা করতে পারেনি নিরাপত্তা বাহিনী।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাই থেকে ১৯০ কিলোমিটার দূরে রায়গড় উপকূলে নৌকাটি পরিত্যক্ত অবস্থায় ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এতে চালকের দেখা পাওয়া যায়নি। পরে স্থানীয়রা খবর দেন থানায়। ধারণা করা হচ্ছে, বড় কোনও নাশকতার জন্য এসব অস্ত্র জোগাড় করা হয়েছিল। এ ঘটনায় তদন্তে নেমেছে প্রশাসন।