বিজিবির অভিযানে ভারতীয় মহিষ জব্দ - Southeast Asia Journal

বিজিবির অভিযানে ভারতীয় মহিষ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেত্রকোনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকালে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ২৬ আগস্ট ভোর রাত সাড়ে ৪টায় নেত্রকোনা বিজিবির অধীন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১নং বংশিকুন্ডা ইউনিয়নে অবস্থিত মহেষখোলা বিওপি থেকে অভিযান চালানো হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী এই অভিযান চালায়। সে সময় সীমান্ত পিলার ১১৮৮/১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। সেগুলোর আনুমানিক সিজার মূল্য ১০ লাখ টাকা। জব্দ মহিষগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।