রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-ইয়াবাসহ একজন আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার পালংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আবু তাহের নামে এক রোহিঙ্গাকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ক্যাম্প ১৩ এর আওতাধীন জি/৫ ব্লক থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি ক্যাম্প ১৩ এর ব্লক জি/৫ এর বাসিন্দা মৃত আব্দু সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কামরান হোসেন জানান, আটক তাহেরের বাড়িতে অস্ত্র ও ইয়াবা মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।