৪৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ঔষধ এবং দেশীয় বাংলা মদসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রামগড় ব্যাটালিয়ন কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ৮০০ কৌটা ভারতীয় ঔষধ ও ৩০ লিটার দেশীয় বাংলা মদসহ ২ আসামীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লার মুখ চেকপোস্টের টহল দল ৩০ লিটার চোলাই মদসহ মো. মইনুউদ্দিন দিদার ও মো. আজাদুল ইসলাম নামে দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃতদের জোরারগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি। পরবর্তীতে জব্দকৃত মদ ধ্বংসের জন্য রামগড় সদর ব্যাটালিয়ন এ জমা করা হয়েছে। আর এসব মদের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।

আটককৃত মো. মইনুউদ্দিন দিদার নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর হাজারীস্থ বসুরহাট গ্রামের মোঃ নুর ইসলাম ও মো. আজাদুল ইসলাম শ্যামবাগ থানার কাজির খিলস্থ দক্ষিণ রাজারামপুর গ্রামের মোঃ আব্দুল খালেক এর পুত্র বলে জানা যায়।
অপরদিকে বেলা ২টার দিকে রামগড় পৌরসভার মহামুনি বিওপির থানাঘাট এলাকায় বিজিবির টহল দল মালিকবিহীন ৮’শ কৌটা ভারতীয় ঔষধ জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দকৃত ভারতীয় ঔষধ সীতাকুণ্ড কাস্টমস এ জমার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন- ‘সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ ও অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।’