রাঙামাটিতে সাধারণ সম্পাদকের উপর হামলা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিন্দা - Southeast Asia Journal

রাঙামাটিতে সাধারণ সম্পাদকের উপর হামলা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কমিটির মহাসচিব কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার সকাল ১১টার দিকে শহরের বনরূপা কাঁচা বাজারে রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের উপর হত্যাচেষ্টা মূলে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরিও করেন ভূক্তভোগী। জিডি নং ৪১৭/ ১০-০৯-২২ইং।

ঘটনার বিবরণে জানা যায়, নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ সোলায়মান সকাল ১০টা ৪০ মিনিটের সময় রাঙামাটি শহরের বনরূপা কাঁচা বাজারে বাজার করতে গেলে সমতাঘাটের আগে বাজারের মোড়ে একটি মোটর সাইকেল নিয়ে আসা অজ্ঞাত উপজাতি যুবক তাকে পিছন থেকে চাপা দেয়ার চেষ্টা করে। পায়ে ধাক্কা লেগে সোলায়মান রাস্তার পাশে ছিটকে পড়লে তিনি প্রাণে রক্ষা পান। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান ও মহাসচিব আলমগীর কবির প্রশাসনের প্রতি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে চলমান আন্দোলন ও পরবর্তীতে সাত দফা নিয়ে নাগরিক পরিষদের আন্দোলনে নেতাকর্মীদের মাঝে ভিতী সৃষ্টির লক্ষ্যে চোরা গুপ্তা হামলা চালিয়ে আন্দোলন থেকে দূরে রাখার পায়তারা করা হচ্ছে।