রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জেএসএস সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস এর এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
দুপুরে (বৃহস্পতিবার) জেলা সদরের পানামাছড়া হতে শান্তি কুমার চাকমা (৫০) নামের ওই সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়নের সদস্যরা।
সূত্র জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা পানামাছড়ায় এ বিশেষ অভিযান পরিচালনা করে শান্তি কুমার চাকমাকে ১টি দেশীয় রাইফেল, ২টি এ্যামোনিশন, ৩টি রামদা, ১৫টিনোটবুক, ২টিরেজিষ্টার, ১টি কার্ড রিডার এবং উত্তোলিত চাঁদার নগদ ৩৫ হাজার টাকাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি জেএসএস (সন্তু) এর সশস্ত্র সন্ত্রাসী।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী, অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি রাঙামাটি কোতয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।