বান্দরবানে বিলুপ্তপ্রায় তক্ষক পাচারকালে দুই উপজাতি যুবক আটক

নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে বিলুপ্ত প্রজাতির তক্ষক পাচারকালে দুজন উপজাতি যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ইসলামপুর লাঙ্গি পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিলুপ্ত প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, খাগড়াছড়ির বাবু মারমা ও রাঙামাটির জনি চাকমা।
আর্মড পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে উদ্ধারকৃত তক্ষকটি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে লাঙ্গি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষকটি উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। তক্ষকটির বাজার মূল্য এক কোটি টাকা ধারণা করা হচ্ছে।
বান্দরবান ২ আর্মড ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে থানায় হস্থান্তর করা হবে।