লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি
![]()
নিউজ ডেস্ক
লিবায়ায় বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশটি থেকে ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার তাদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে।
এক বার্তায় দূতাবাস জানায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট ত্রিপলির মেতিগা বিমানবন্দর থেকে ১৪৩ বাংলাদেশিকে নিয়ে বুধবার উড়ে করে বৃহস্পতিবার ভোরে ঢাকায় অবতরণ করে। এদের মধ্যে কয়েকজন অসুস্থ ও বিপদগ্রস্ত অভিবাসী রয়েছেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান।
এ সময় ফ্লাইটটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রত্যাবাসনকৃতদের অনুকূলে লিবিয়ার ইমিগ্রেশন অধিদফতর হতে বহির্গমন ভিসা প্রাপ্তিতে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার বিষয়টি তাদের অবহিত করেন তিনি।
এছাড়াও ফ্লাইটটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন অধিদফতরসহ আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।