খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চিনি জব্দ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারতীয় সীমান্ত এলায় অভিযান চালিয়ে ২৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
১১ নভেম্বর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পিলাকছড়া এলাকা হতে এসব চিনি জব্দ করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ৯টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপির একটি টহল দল কর্তৃক উপজেলার লাচারীপাড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ২৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় চিনি সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
