পানছড়িতে অবৈধ বালুমহালে অভিযান, এক লক্ষ টাকা জরিমানা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে ইজারা ব্যতিত চেঙ্গী নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ নেজাম উদ্দিন (৪০) নামের একজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মোল্লাপাড়া নামক স্থানে অবৈধ এই বালু মহালে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

সূত্র জানায়, মোল্লাপাড়ার মৃতঃ আলীম উদ্দিন এর ছেলে মোঃ নেজাম উদ্দিনসহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে উক্ত বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় মোঃ নেজাম উদ্দিনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ছাড়াও পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ অভিযানে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।