লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে জোন সদরে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাহমুদুন্নবী, ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, থানার ওসি (তদন্ত) সমির সরকার, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন ব্যাপারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, হেডম্যান কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের বলেন, জোনের আওতাধীন এলাকায় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই অত্র এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতার কামনা করেন। সেই সাথে যারা শান্তি-সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুমিয়ারি দেন তিনি।