খাগড়াছড়িতে অবৈধভাবে পাচারকালে বিজিবি কর্তৃক গোলকাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈচালা পাড়াস্থ ব্যাটালিয়ন সদরের প্রধান ফটক এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জড়া করা বিপুল পরিমান গোলকাঠ জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে এসব কাঠ জব্দ করে বিজিবি সদস্যরা।
জানা যায়, দুুপুর আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ব্যাটালিয়ন সদরের প্রধান ফটক নামক স্থান হতে মালিকবিহীন ৪৬.২৭ ঘনফুট বিভিন্ন প্রকার গোলকাঠ জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত বিভিন্ন প্রকার গোলকাঠ পরবর্তীতে রামগড় বনবিটে জমা করা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।