৪৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় প্রসাধনী ও মদ জব্দ
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও মদ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ লাচারীপাড়া বিওপি ও কয়লারমুখ বিওপির দুটি পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৪৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, আজ বিকেল ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপির একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার লাচারীপাড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী এবং অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

এছাড়া, একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপির এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বৈদ্ধগেরামারা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী ও অন্যান্য মালামাল সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও জব্দকৃত ভারতীয় মদ জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরিভূক্ত করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় মাদক-চোরাচালান নির্মূলে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।
