গাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

গাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বাংলাদেশ সেনা বাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয় এবং প্রায় সাড়ে ৩ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠান সমন্বয়কারী মেজর ফজলে বারী জানান, শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে সেবা মূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করা হয়।

সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর সার্বিক তত্ত¡াবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন, চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৭ শতাধিক বিভিন্ন ধরনের দীর্ঘ স্থায়ী রোগী ও গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

এ সময় প্রায় সাড়ে ৩ শতাধিক শীতার্ত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর কমান্ড্যান্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ এবং সেনাবাহিনীর উর্ব্ধতন সামরিক কর্মকর্তাগণ প্রমুখ।