মহানবী (সা.)-কে কটূক্তিকে করায় যুবকের ৭ বছর কারাদণ্ড - Southeast Asia Journal

মহানবী (সা.)-কে কটূক্তিকে করায় যুবকের ৭ বছর কারাদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে কটূক্তি করার দায়ে রাকেশ রায় (৪৪) নামের এক যুবকের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। রাকেশ রায় সিলেটের জকিগঞ্জের কেরাইয়া গ্রামের সুরেশ রায়ের ছেলে।

জানা গেছে, ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় ২০১৭ সালের ৫ জুন রাকেশ রায়কে আসামি করে জকিগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন একই উপজেলার ফুজায়েল আহমদ নামের এক ব্যক্তি। এই মামলায় আসামিকে পুলিশের অভিযানে গ্রেফতার করে কারাগারে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা দেলওয়ার আল আজহার জানান, রাকেশের ফেসবুক আইডি থেকে দেওয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিলেটসহ বিভিন্ন এলাকা। ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।