কাশ্মিরে আরও ১৮০০ আধাসামরিক সেনা মোতায়েন করবে ভারত - Southeast Asia Journal

কাশ্মিরে আরও ১৮০০ আধাসামরিক সেনা মোতায়েন করবে ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মিরে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় হিন্দু পরিবারের ওপর সাম্প্রতিক হামলার পর আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর প্রায় ১ হাজার ৮০০ সদস্য মোতায়েন করা হতে পারে। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাজৌরি জেলায় হিন্দু পরিবারের ওপর হামলার পর গত তিন দিন ধরে নিরাপত্তাবাহিনীর কয়েকশ’ সদস্য বড় আকারের তল্লাশি অভিযান পরিচালনা করছে হামলাকারীদের গ্রেফতারে। রবিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ সদস্যরা এই যৌথ অভিযান শুরু করে।

রবিবার পৃথক দুটি হামলায় দুই শিশুসহ ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য জম্মু-কাশ্মিরের প্রশাসনকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

জম্মু-কাশ্মিরে ইতোমধ্যে ব্যাপক সংখ্যায় সিআরপিএফ সদস্য মোতায়েন রয়েছে। বাহিনীটির ৭০ ব্যাটালিয়নের বেশি মোতায়েন রয়েছে অঞ্চলটিতে। যা বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ।