ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হলো অবিস্ফোরিত গ্রেনেড - Southeast Asia Journal

ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হলো অবিস্ফোরিত গ্রেনেড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কারও বুক থেকে অবিস্ফোরিত গ্রেনেড সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়ছে, এমন শুনেছেন? অবাক লাগলেও এক ইউক্রেনীয় সেনার বুক থেকে এমনই শক্তিশালী গ্রেনেড বের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইউক্রেনের উপমন্ত্রী হান্নান মালিয়ার বলেন, আহত ইউক্রেনীয় সেনারা বুক থেকে বিস্ফোরক দ্রব্যটি সরিয়ে ফেলতে সক্ষম হন সার্জনরা। ওই গ্রেনেডের ছবিও প্রকাশ করেছেন চিকিৎসক।

সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি জানান, সামরিক চিকিৎসকরা ওই সেনারা শরীর থেকে (VOG) গ্রেনেড অপসারণের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন।

এ প্রসঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, অস্ত্রোপচারের সময় ইলেক্ট্রোকোগুলেশন ব্যবহার না করেই অপারেশন করা হয়েছিল। গ্রেনেডটি যেকোনও মুহূর্ত বিস্ফোরিত হওয়ার আশঙ্কা ছিল। অস্ত্রোপচারের সময় বোমা ডিসপোজাল স্কোয়াডের দুই সদস্য উপস্থিত ছিলেন। যদিও আর বিস্ফোরণ হয়নি। এখন ওই সেনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।