সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে এক কিলোমিটার এলাকায় গাছ কাটা বাবদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা ক্ষতিপুরণ প্রদান করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনস্থ ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন (ইসিবি)।

শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় কচুছড়ি বিজিবি ক্যাম্প হেলিপ্যাড এলাকায় এই ক্ষতি পুরণের টাকা প্রদান করেন ২০ ইসিবির ক্যাপ্টেন মোহাম্মদ আবু সালেহ। এ সময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহীনুর রহমান ও স্থানীয় ইডপি সদস্য প্রিয় বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন মোহাম্মদ আবু সালেহ বলেন, ‌‘১ম ধাপে ১৫ লাখ ৫৭ হাজার ও ২য় ধাপে ২ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তী ২ সপ্তাহের মধ্যে বাকী পরিবারবর্গকেও ক্ষতি পুরণের টাকা দেয়া হবে।’