বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ২০টি কার্তুজ উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ২০টি কার্তুজ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

রবিবার (২২ জানুয়ারি) বিকেলে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ কালভাট সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয় বলে জানা যায়।

জানা যায়, সীমান্তের শূণ্যরেখার খুবই নিকটে বসবাসকারী রোহিঙ্গাদের বসতির খুব কাছে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ কালভাট সংলগ্ন একটি বাঁশ বাগানে কিছু পরিত্যক্ত কার্তুজ দেখা গেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বিজিবির নাইক্ষ‍্যংছড়ি ব্যাটালিয়ন।

ধারণা করা হচ্ছে সীমান্ত এলাকার কেউ অবিস্ফোরিত কার্তুজগুলো লুকায়িত অবস্থায় রেখেছিল, যা পরবর্তীতে অবৈধ কর্মকাণ্ডে ব‍্যবহার করা হতো।