খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক তিন বাঙালিকে মারধরের অভিযোগ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক তিন বাঙালিকে মারধরের অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তকৃ স্থানীয় তিন বাঙালি যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের প্রেমতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, নুরপুর এলাকার সাইফুল ইসলাম (২৮), বল্টুরাম টিলার বাসিন্দা সিএনজি চালক আবুল কালাম (৫৫) ও বল্টুরাম টিলার সাইফুল ইসলাম (২২)। এদের মধ্যে আবুল কালাম (৫৫) ও সাইফুল ইসলাম (২২) সম্পর্কে শশুর-জামাতা।

আহতদের একজন নুরপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে জঙ্গলে বন মোরগ ধরতে গেলে স্থানীয় কিছু উশৃঙ্খল উপজাতি যুবক তাকে কোন কারণ ছাড়াই মারধর করে পাশ্ববর্তী অন্তুপাড়ায় নিয়ে আটকে রাখে।

অপর আহত আবুল কালাম জানান, ইউপিডিএফের কালেক্টর সজল ত্রিপুরা তাকে ও তার জামাতাকে ফোন করে প্রেমতলা যেতে বলেন। এসময় তারা সেখানে গেছে হঠাৎই সজল ও তার সহযোগীরা তাদের আটক করে ব্যাপক মারধর করে। এরপর ইউপিডিএফ সন্ত্রাসীরা তাদের সেখানে ফেলে রেখে চলে গেলে স্থানীয়রা তোদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় আহত ৩জনই বর্তমানে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রামগড় থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এই ঘটনায় অভিযোগ তদন্তপূর্বক পেলে ব‍্যাবস্থা নেওয়া হবে।