সাতক্ষীরা সীমান্তে ৮ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক - Southeast Asia Journal

সাতক্ষীরা সীমান্তে ৮ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে ৮টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের পাশে তালসারি নামক স্থান থেকে তাকে আটক করেন, ৩৩ বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের টহলদল।

স্বর্ণসহ আটক চোরাকারবারির নাম আমির হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক স্বর্ণের ওজন ৯৪৩ গ্রাম। মূল্য ধরা হয়েছে ৭৩ লাখ ৮০ হাজার ১৪৩ টাকা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।