বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন - Southeast Asia Journal

বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য জেলা জেলা পরিষদের সহযোগিতায় বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন।

‘বিশ্ব শান্তির প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের
সমসাময়িক ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও জীবন ধারা’ এই বিষয়বস্তু নিয়ে সম্মেলনের আয়োজন। সম্মেলনে প্রায় চার শতাধিক বৌদ্ধ ভিক্ষু, হেডম্যান-কারবারী ও বৌদ্ধ নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।

শুক্রবার শহরের অরুণ সারকী টাউন হলে এই সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুল ইমরান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।