খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিবাদ সমাবেশ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়িদের চিকিৎসা সেবা দিতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কর্তৃক গুলিবর্ষণ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মাণ শ্রমিকদের উপর গুলিবর্ষণ এবং অপহরণের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক শুক্রবার বিকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পিসিএনপির খাগড়াছড়ি জেলা আহবায়ক আবু তাহের’র সভাপতিত্বে এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কয়েশ’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, ধর্ষিতা ও ধর্ষককে যেমন একই ঘরে রেখে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, খুনী ও খুন হওয়া ব্যক্তির স্বজনদের এক ঘরে রেখে যেমন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় ঠিক তেমনি পার্বত্য অঞ্চলেও সশস্ত্র বাহিনীকে টিকিয়ে রেখে সাধারণ মানুষের মাঝে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। যেখানে সেনাবাহিনীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ সেখানে প্রশাসন সাধারন নাগরিকের নিরাপত্তা কিভাবে দিবে। এখনই সময় পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাটন। যার জন্য প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোড়দারের দাবী জানিয়েছেন তিনি।
বক্তব্যে অন্যান্য বক্তারা, মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দীনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ সশস্ত্র গ্রুপ কেএনএফ এর নির্মূল করতে অভিযান চলমান রাখার আহবান করেন।
মানববন্ধনে পিসিএনপি, পিসিএমপি ও পিসিসিপির সকল শাখার নেতাকমীরা অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে শাপলা চত্ত্বর থেকে ভাঙ্গা ব্রীজ এলাকা প্রদক্ষিণ করে পৌরসভা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
