পশ্চিমবঙ্গের বালুরঘাটে ২১টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গের বালুরঘাটে ২১টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা দক্ষিণ দিনাজপুরের সীমান্ত থেকে ২১টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বালুরঘাট থানার সানাপাড়া সীমান্ত এলাকা থেকে পাসপোর্টগুলো জব্দ করে বিএসএফ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই পাসপোর্টগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। পাসপোর্টের সঙ্গে ২৬ বোতল ফেন্সিডিলও উদ্ধার হয়েছে।

উদ্ধারের পর বিএসএফ ওই বাজেয়াপ্ত পাসপোর্টগুলো বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। কী কারণে ওই পাসপোর্ট পাচার করা হচ্ছিল এবং কোথা থেকে তা আনা হয়েছিল, তা এখনও জানতে পারেনি বিএসএফ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা চিংগিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে পাহারা দেওয়ার সময় একদল পাচারকারীকে তাড়া করে। সেসময় অভিযান চালিয়ে পাসপোর্ট ও ফেনসিডিলগুলো জব্দ করে। তবে কোনও পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ।