বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার ৪ বছর: জড়িতদের বিচার ও নিহতদের পরিবারকে পুর্নবাসনের দাবি
 
                 
নিউজ ডেস্ক
২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত সহিংসতার ৪ বছর উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের কাছে স্মারকলিপি পেশ করেন নিহতের স্বজনরা।
মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সহিংস ওই ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
