বান্দরবান শহরের ১১টি মাদ্রাসায় সেনাবাহিনীর ইফতার উপহার - Southeast Asia Journal

বান্দরবান শহরের ১১টি মাদ্রাসায় সেনাবাহিনীর ইফতার উপহার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান শহরের ১১টি মাদ্রাসায় বান্দরবান সদর জোন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সেনাবাহিনী।

গতকাল (২৪ মার্চ) বিকেলে বিভিন্ন মাদ্রাস এবং এতিমখানা প্রধানদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন সদর জোন (৫ই বেঙ্গল)’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

এসময় বান্দরবান সদর উপজেলার ১১টি মাদ্রাসায় সদর সেনা জোন তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার পরিচালকদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী সব সময় মানব কল্যাণে কাজ করে। যেখানে দুর্যোগ সেখানে সেনাবাহিনী । তবে বান্দরবান একটি অশুভ ক্রান্তিকাল অতিক্রম করছে। সন্ত্রাসীরা সেনা সদস্যসহ নিরীহ ও সাধারণকে হামলা চালিয়ে হত্যা করছে। চলমান এই পরিস্থিতি উত্তোরন ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়ার কোন বিকল্প নেই। তাই সেনাবাহিনীকে বিপদমুক্ত রাখতে প্রতিটি মাদ্রাসায় দোয়া দরুদ পড়ার জন্য আলেমদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সেনা সদর জোনের উপ-অধিনায়ক ও এ্যাডজুটেন্টসহ অন্যান্য কর্মকর্তাউরা উপস্থিত ছিলেন।