নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছে
নিউজ ডেস্ক
নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) কর্তৃক এতিমখানার শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন মোট ১৫টি হেফজখানা ও এতিমখানায় গরিব, অসহায়, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল ১০১৯ কেজি, ডাল ১০১ কেজি, তেল ১০১ লিটার, চিনি ১০১ কেজি, খেজুর ১০১.৩ কেজি, ছোলা ১০১.৩ কেজি, মুড়ি।
নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় ক্যাপ্টেন রাফি-উস-হাসান, এ্যাডজুটেন্ট, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।