উখিয়া ক্যাম্পে ফের রোহিঙ্গা স্বেচ্ছাসেবক গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খুনের মিছিলে পরিণত হয়ে উঠছে। পবিত্র রমজান মাসেও থেমে নেই সন্ত্রাসীদের বেআইনী কর্মকাণ্ড। রাতভর আরসা সন্ত্রাসীরা থেমে থেমে গুলিবর্ষ করেছে। এতে রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়েছে।
শনিবার (২৫ মার্চ) ভোর রাতে কুতুপালং রেজিষ্টার ক্যাম্পে মো: ছৈয়দকে আরসা সন্ত্রসীরা গুলি করে গুরুতর আহত করেছে। সে রোহিঙ্গা ক্যাম্পে সেস্বাচ্ছাসেক হিসাবে ক্যাম্প পাহাড়া দিত। তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে পরে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ১৪ এপিবিএন এর অধিনায়ক মো: ছৈয়দ হারুনুর রশিদ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ এ ব্যাপারে কোন ধরণের ভূমিকা রাখছেনা বলে অভিযোগ রয়েছে। একারণে ক্যাম্পে প্রতিনিয়ত খুন হচ্ছে রোহিঙ্গারা।
গুলিবৃদ্ধ রোহিঙ্গা রেজিষ্টার ক্যাম্পের এ ব্লকের আশ্রিত রোহিঙ্গা। রোহিঙ্গারা জানান আরসা সন্ত্রাসীরা শনিবার ভোর রাতে একটি গ্যাং মো: আকিব, জোবাইর, ইব্রাহিমসহ ৫০ জনের মতো আরসা সন্ত্রাসীরা জড়ো হয়ে রাতভর ক্যাম্পে গুলি বর্ষন করেছে। আরকান রোহিঙ্গা সোসাইটি ফর ইউমাইন রাইসের সভাপতি মো: জোবাইর জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি থমথমে অবস্থা।