১৩৫ দিন পর মিয়ানমারের চারটি কাঠ বোঝাই ট্রলার এসেছে টেকনাফ স্থলবন্দরে - Southeast Asia Journal

১৩৫ দিন পর মিয়ানমারের চারটি কাঠ বোঝাই ট্রলার এসেছে টেকনাফ স্থলবন্দরে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

১৩৫ দিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে আবারো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে চারটি কাঠ বোঝাই ট্রলার। এতে করে চাঞ্চল্য ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে।

স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. ময়েজ উদ্দিন শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৫ জুন বুধবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরে কাঠ আমদানি বন্ধ ছিল। কাঠ আমদানি বন্ধ থাকায় দৈনিক ৭ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়ে আসছিল সরকার। গত ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবসে রাখাইনে বৌদ্ধ বিদ্রোহীরা সেদেশের চারটি পুলিশ পোস্টে হামলা চালায়। এ হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সাতজন সদস্য নিহত হন। এরপর থেকে সেনাবাহিনী অভিযান শুরু করলে কাঠ আমদানি বন্ধ হয়ে পড়ে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে টেকনাফ স্থলবন্দরে চারটি ট্রলারে ৩৭০ মেট্রিক টন সেগুন ও গর্জন কাঠ এসেছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, কাঠ আমদানি শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

স্থলবন্দরের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, ঈদে পাঁচদিন বন্ধ থাকলেও কাঠ আসায় শ্রমিকদের দিয়ে ট্রলার থেকে খালাসের ব্যবস্থা নেয়া হয়েছে।