রোহিঙ্গা সন্ত্রাসী নেতা আতাউল্লাহসহ আটক ১৮ - Southeast Asia Journal

রোহিঙ্গা সন্ত্রাসী নেতা আতাউল্লাহসহ আটক ১৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শিবিরে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষকে খুন, ছিনতাই, রাহাজানি, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও অপহরণপূর্বক মুক্তিপণ আদায়ের সাথে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধান আতাউল্লাহসহ ১৮ জনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের লিংক রোড থেকে আটক রোহিঙ্গাদের বর্তমানে কক্সবাজার সদর মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের এই দলটির সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য ঈদ উপলক্ষে প্রত্যেককে ২০-২৫ হাজার টাকা করে ঈদ বখশিস দেওয়া হয়েছে। এ টাকায় তারা ঈদ উপলক্ষে এদেশের মানুষের মতো করেই শিবির থেকে বের হয়ে গাড়ি ভাড়া করে বেড়াতে বের হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের বেলায় মাইক্রো নিয়ে তারা কোথায় যাচ্ছে? তা তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বের করা হবে আসল রহস্য।

এদিকে, রোহিঙ্গাদের অভিযোগ, পুলিশের হাতে আটক হওয়া রোহিঙ্গা সন্ত্রাসী দলটির কারনেই সাধারণ রোহিঙ্গারা দেশে ফিরতে পারছে না। আতাউল্লাহ নামের এ কথিত কমান্ডার এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের প্রধান নেতা হিসেবে কাজ করে থাকেন।