সেন্টমার্টিন থেকে ৭ পিস লাখ ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

সেন্টমার্টিন থেকে ৭ পিস লাখ ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রাত ২টার দিকে উপকূলের দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসবে। এই খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে অভিযান পরিচালনার জন্য অবস্থান নেয়। রাতে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ডদের এ কর্মকর্তা।

You may have missed