সীমান্তে চোরাচালানের সময় কয়লার চালান জব্দ
নিউজ ডেস্ক
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে কয়লা নিয়ে আসার পথে লক্ষাধিক টাকার অবৈধ কয়লার চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে ওই কয়লার চালানটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ২৮ বিজিবির সুনামগঞ্জ মিডিয়া সেল এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করে।
বিজিবির মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের কয়লা নিয়ে আসার পথে ২৮ বিজিবির টেকেরঘাট কোম্পানি সদরের টহল টল অবৈধ কয়লার চালানটি আটক করে। এরপর বিজিবি ওই চালানে থাকা লক্ষাধিক টাকা মূল্যের চার হাজার দুইশ কেজি চোরাচালানের কয়লা জব্দ করে।