বান্দরবানের সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক - Southeast Asia Journal

বান্দরবানের সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্ত থেকে সন্দেহজনক ঘুরাঘুরির সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার (১ এপ্রিল) বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩১ মার্চ) উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ভারতের উত্তর প্রদেশের বিমলের ছেলে সময় সুধীর (৪০)

লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে ওই সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামায়। এ সময় জিজ্ঞাসাবাদে অসংলগ্ন থাকায় তাকে আটক করা হয়। সুধীরের কাছে পাসপোর্টসহ কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি হিন্দিতে কথা বলছিলেন। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন।