সীমান্তে বার্মিজ গরু আটক করতে গিয়ে বিজিবির উপর হামলা: আটক ৪ - Southeast Asia Journal

সীমান্তে বার্মিজ গরু আটক করতে গিয়ে বিজিবির উপর হামলা: আটক ৪

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বার্মিজ গরু আটক করতে গিয়ে বিজিবির উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬টি বার্মিজ গরুসহ ৪ জনকে আটক করা হয়েছে।

গতকাল ১ এপ্রিল শনিবার রাতে ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটকৃতদের বিরুদ্ধে ৩৪ বিজিবির পক্ষ থেকে জেসিও রেজাউল করিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় দুটি মামলা দায়ের করেন।

এদিকে আটকৃত ৪ জনকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটকৃত আসামিরা হলো- কানতুমং তংচঙ্গ্যা(৪০), চুতিঅং তংচঙ্গ্যা(৩৬), সুমং তংচঙ্গ্যা(২৮) ও রইশসা তংচঙ্গ্যা(৬০)।

জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমাপাড়ায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বার্মিজ গরু পাচারের খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এসময় ওই এলাকার গরু পাচারকারিসহ অজ্ঞাত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির উপর হামলা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহাজাহান জানান, হামলার ঘটনায় দুটি মামলা করেছে বিজিবি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের আটকে অভিযান চলছে।