খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের (প্রসীত) সড়ক অবরোধ, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের (প্রসীত) সড়ক অবরোধ, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ চলছে।

বুধবার (৫ এপ্রিল) ভোর থেকে অবরোধ শুরু হলেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া্ যায়নি। সড়কে চলাচলরত জনসাধারণ ও যানবাহনের নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান দেখা গেছে।

এদিকে, অবরোধের ফলে পৌর শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ আছে। তবে খাগড়াছড়ি পৌর শহর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ, সতর্ক পুলিশ

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

গুইমারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানিয়েছেন, ভোরে সাহরি খাওয়ার পর থেকেই পুলিশ মাঠে আছে। যানবাহন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে কয়েকজন চাঁদাবাজি করতে আসেন। এ সময় স্থানীয়দের পিটুনিতে আহত হন হ্লাচিংমং মারমা নামের এক ইউপিডিিএফ সদস্য। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।