অনুপ্রবেশের দায়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেফতার - Southeast Asia Journal

অনুপ্রবেশের দায়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি এক যুবক। পশ্চিমবঙ্গের মুশির্দাবাদ জেলার সুতির চাঁদনিচক এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

যুবকের নাম মোহাম্মদ মিস্টার। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বাড়িতে গম কিনতে আসেন মোহাম্মদ। গম কিনে নিয়ে যাওয়ার সময় বিএসএফ তাকে আটক করে। জব্দ করা হয় প্রায় ১৪ কুইন্টাল গম। পরে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।