পন্যবাহী ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - Southeast Asia Journal

পন্যবাহী ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের রাবার বাগান নামক এলাকায় চট্টগ্রাম থেকে আসা মুদি পন্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

সকালে উপজেলার সব ধরনের দোকান পাট বন্ধ রেখে (ফার্মেসী ব্যতিত) বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে উপজেলা সদর মসজিদ মার্কেট ও চৌমুহনী ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন মামুন, উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মিলন ধর, অর্থ সম্পাদক সুজিত চক্রবর্তী, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের উপজেলা সভাপতি মোঃ আবসার হোসেনসহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাঘাইছড়িতে নির্বাচনকালীন হত্যাকান্ডের বিচার না হওয়ায় আবারো সন্ত্রাসীরা এমন কান্ড ঘটিয়েছে উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ।

তারা বলেন, ইউপিডিএফের দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় তারা গাড়িতে আগুন দিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচীর ঘোষনাও দেন বক্তারা।

এর আগে একটি প্রতিবাদ মিছিল নিয়ে বাঘাইছড়ি বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

পরে মানববন্ধন শেষে এ ঘটনার সুষ্ট বিচার ও ক্ষতিপূরণ সহ ৯ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রেরণ করেন ব্যবসায়ী নেতারা।

প্রসঙ্গত, ১০ জুন সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম থেকে মুদি পণ্য নিয়ে যাওয়ার সময় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের রাবার বাগান এলাকায় অস্ত্র তাক করে গাড়ীর গতিরোধ করে চার উপজাতি সন্ত্রাসী গাড়ী থেকে চালক ও হেলপারকে নামিয়ে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।