আওয়ামীলীগ নেতা হত্যাসহ ৩ মামলায় বান্দরবানে ১১ আসামী ১৪ দিনের রিমান্ডে - Southeast Asia Journal

আওয়ামীলীগ নেতা হত্যাসহ ৩ মামলায় বান্দরবানে ১১ আসামী ১৪ দিনের রিমান্ডে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবান পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর চথোয়াই মারমা হত্যাকান্ডসহ সম্প্রতি বান্দরবানে ঘটে যাওয়া ৩টি পৃথক মামলায় আটককৃত সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির ১১ নেতাকর্মীকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর (আমলী) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে বিচারক কামরুন নাহার পৃথক তিনটি মামলায় এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২২মে বান্দরবান পৌর আওয়ামী লীগ নেতা চথোয়াই মারমা হত্যার ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় জনসংহতি সমিতি ( জেএসএস) এর কেন্দ্রীয় সহ সাংগঠিনক সম্পাদক কেএস মং মারমা, ক্যবা মং মার্মা, বাসিং মং মারমা, মেরুং মারমা, চাইহ্লা মারমাকে পাঁচ দিন।

গত ১৮মে ক্যচিং থোয়াই হত্যা মামলায় নতুন জয় তংচঙ্গ্যা, দিপন তংচঙ্গ্যা, মিন থোয়াই অং মারমাকে পাঁচ দিন ও গত ৯ মে জয়মনি তংচঙ্গ্যা হত্যা মামলায় দায়ের করা মামলায় উচিং মং মারমা, মংতু মারমা ও উসাইনু মারমাকে চারদিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

পরে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।