জামাতার দায়ের কোপে আহত শাশুড়ির মৃত্যু, সংকটাপন্ন অবস্থায় শ্বশুর - Southeast Asia Journal

জামাতার দায়ের কোপে আহত শাশুড়ির মৃত্যু, সংকটাপন্ন অবস্থায় শ্বশুর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির পানছড়িতে মেয়ের জামাইয়ের দায়ের কোপে আহত শাশুড়ি সুমালা ত্রিপুরার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত শশুর মশারা ত্রিপুরার অবস্থা সঙ্কটাপন্ন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ পানছড়ির নিজ বাড়িতে আনা হয়।

একই হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর দুইজনের মধ্যে শ্বশুর মশারা ত্রিপুরার (৫০) অবস্থা সংকটাপন্ন। স্থিতিশীল অবস্থায় রয়েছে মেয়ে ধানু ত্রিপুরা (২০)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, এ ঘটনায় আহত ধানুর চাচাতো বোন তাপসী ত্রিপুরা বাদী হয়ে তপনের নাম উল্লেখ করে মারামারির একটি মামলা দায়ের করেছেন। যেহেতু, আহত একজনের মৃত্যু হয়েছে তাই আদালতের মাধ্যমে এটি হত্যা মামলা হিসেবে রুজু করা হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ জুন) রাতে পানছড়ির লতিবান ইউনিয়নের দুর্গম হেলাদুলা পাড়ায় পারিবারিক বিরোধের জেরে জামাতা তপন জ্যোতি ত্রিপুরা (২২) ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই মশারা ত্রিপুরাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। এরপর বুধবার (১২ জুন) দুপুরে ধানু ত্রিপুরা ও তার মা সুমালা ত্রিপুরাকেও চমেক হাসপাতালে পাঠানো হয়।