সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোটা পুনর্বহালসহ ১২ দফা দাবি - Southeast Asia Journal

সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোটা পুনর্বহালসহ ১২ দফা দাবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারি প্রথম শ্রেণির চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোটা পুনর্বহালসহ ১২ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ নামে একটি সংগঠন। শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংগঠনটির ৫ম জাতীয় সম্মেলনে এই দাবি জানানো হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মেসবাহ কামাল, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরিণ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক  ড. খায়রুল ইসলাম চৌধুরী, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তথ্য ও প্রচার সম্পাদক চাইখথোয়াই মারমা।

02

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে; রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হবে; প্রথাগত ও ঐতিহ্যগত ভূমির অধিকারের আইনগত স্বীকৃতি দিতে হবে এবং সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

এছাড়াও দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অবিলম্বে কার্যকর করতে হবে; সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে; ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভূমিতে তাদের পূর্ব সম্মতি ছাড়া ইকোপার্ক, সামাজিক বনায়ন, ট্যুরিজম, ইপিজেড বা অন্য কোনও প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা যাবে না।

জাতীয় সংসদসহ স্থানীয় সরকার পরিষদে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বিশেষ কোটা সংরক্ষণের দাবিও জানানো হয় সম্মেলনে।