খাগড়াছড়িতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্কঃ
“সুষ্ঠু তদন্ত ও দ্রুত নিষ্পত্তি, ন্যায় বিচার পাবে বিচার প্রার্থী” প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে উক্ত কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান।
এসময় অনুষ্ঠানে পুলিশ, বিজিবি, চিকিৎসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কনফারেন্সে ফৌজদারী বিচার ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষে বিচারক ও পুলিশসহ অন্যান্য সরকারি বিভাগ সমূহের মধ্যে সমন্বয় সাধনের উপরে গুরুত্বারোপ করা হয়।