রবিবার থেকে লোগাং জোনে আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগীতা শুরু - Southeast Asia Journal

রবিবার থেকে লোগাং জোনে আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগীতা শুরু

ছবিঃ অনলাইন থেকে নেয়া

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

আগামীকাল রবিবার (১৬ জুন) থেকে খাগড়াছড়ির পানছড়িস্থ ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লোগাং বিজিবি জোনে আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগীতা শুরু হবে বলে জানা গেছে।

বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের আসরের উদ্বোধন করবেন।

লোগাং বিজিবির ব্যবস্থাপনায় ও বিজিবির দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম রিজিয়নের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগীতাটি আগামীকাল রবিবার থেকে শুরু হয়ে ১৯ জুন মঙ্গলবার ফাইনালের মাধ্যমে সমাপ্তি ঘটবে।

লোগাং বিজিবির জোন সদরে অনুষ্ঠিত প্রতিযোগীতায় স্বাগতিক লোগাং জোন ছাড়াও সর্বমোট ১৩ টি ব্যাটালিয়নের অংশ নেবার কথা রয়েছে।

You may have missed