বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রোপোল সীমান্ত থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার - Southeast Asia Journal

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রোপোল সীমান্ত থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রোপোল সীমান্ত থেকে আবারো প্রায় ছয় কেজি ৯৫০ গ্রাম ওজনের ৫১পিস স্বর্ণের বার উদ্ধার হয়েছে।

সোমবার (০৮ মে) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তল্লাশি করে স্বর্ণের এ চালানটি উদ্ধার করে।

পাচারকারী ওই মৈত্রী কোচের চালক মো: মোস্তফা ও হেলপার মতিউর রহমান আকন্দ।

পেট্রাপোল সীমান্তের একাধিক ব্যবসায়ীরা রয়েল মৈত্রী কোচে বিপুল পরিমাণ স্বর্ণের চালান আটকের তথ্য নিশ্চিত করেছেন।

বিশেষ সূত্র জানায়, আন্তর্জাতিক বাস পরিষেবা রয়েল মৈত্রী কোচে বিপুল পরিমাণ স্বর্ণের চালান বাংলাদেশ থেকে পাচার করে ভারতে আনা হচ্ছে। যা টিআরটিসি, টিআরওজি-১১৭১ যা ত্রিপুরা-ঢাকা কলকাতায় গমনা-গমন করার কথা থাকলেও র্মৈত্রীর ওই বাসটি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে চলাচল করছে। বাসটি বেনাপোল নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারত অংশে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা উক্ত গাড়িটি তল্লাশি করে ইঞ্জিন কভারে লুকায়িত অবস্থায় ছয় কেজি ৯৫০ গ্রাম ওজনের ৫১পিস স্বর্ণ উদ্ধার করে। যার মূল্য ভারতীয় চার কোটি রূপিরও বেশি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার জানান, শুনেছি ভারতের ওপারে একটি বাস তল্লাশি করে বিপুল পরিমান স্বর্ন উদ্ধার করেছে বিএসএফ। এর বেশি কিছু জানতে পারিনি।