পশ্চিমবঙ্গে ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই, গ্রেফতার বাংলাদেশি - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গে ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই, গ্রেফতার বাংলাদেশি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের সৈকত নগরীর দিঘায় ব্যাংকে ঢুকে গ্রাহকের ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্যাংকের ভেতরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দিঘা থানা পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে লিখিত অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যুবক মহম্মদ ডিটন খাঁন। তার বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায়। মঙ্গলবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

জানা গেছে, সোমবার বিকালে সৈকত নগরী দিঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় গ্রাহক সেজে ঢুকে পড়ে ডিটন খাঁন। ওই ব্যাংকে স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ প্রধান টাকা জমা দিতে গিয়েছিলেন। অভিযোগ, তখন পাশে বসেই ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত যুবক। ধারালো ছুরি দিয়ে ব্যাগ কেটে টাকা বের করার চেষ্টার এক পর্যায়ে বুঝতে পেরে প্রসেনজিৎ চিৎকার করলে ব্যাংকে থাকা মানুষেরা ছুটে আসেন। তারা হাতেনাতে ওই যুবককে ধরে ফেলেন। এরপর উত্তম মাধ্যম দিয়ে দিঘা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে ওই যুবক পুলিশকে জানায় তার বাড়ি বাংলাদেশ। ওই যুবকের কাছ থেকে পুলিশ বৈধ ভিসাযুক্ত পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। পরে ব্যাংকের গ্রাহক প্রসেনজিৎ প্রধান দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দিঘা থানার ওসি কামার হাসিদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগকারী প্রসেনজিৎ প্রধান বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য এসেছিলাম। তখনই গ্রাহক সেজে পাশে বসে তার ব্যাগটা আমার ব্যাগের ওপর চাপিয়ে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কেটে টাকা বের করে নেয়। কিছু টাকা পেয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি।পশ্চিমবঙ্গে ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই, গ্রেফতার বাংলাদেশি
রক্তিম দাশ, কলকাতা

বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের সৈকত নগরীর দিঘায় ব্যাংকে ঢুকে গ্রাহকের ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্যাংকের ভেতরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দিঘা থানা পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে লিখিত অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যুবক মহম্মদ ডিটন খাঁন। তার বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায়। মঙ্গলবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

জানা গেছে, সোমবার বিকালে সৈকত নগরী দিঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় গ্রাহক সেজে ঢুকে পড়ে ডিটন খাঁন। ওই ব্যাংকে স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ প্রধান টাকা জমা দিতে গিয়েছিলেন। অভিযোগ, তখন পাশে বসেই ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত যুবক। ধারালো ছুরি দিয়ে ব্যাগ কেটে টাকা বের করার চেষ্টার এক পর্যায়ে বুঝতে পেরে প্রসেনজিৎ চিৎকার করলে ব্যাংকে থাকা মানুষেরা ছুটে আসেন। তারা হাতেনাতে ওই যুবককে ধরে ফেলেন। এরপর উত্তম মাধ্যম দিয়ে দিঘা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে ওই যুবক পুলিশকে জানায় তার বাড়ি বাংলাদেশ। ওই যুবকের কাছ থেকে পুলিশ বৈধ ভিসাযুক্ত পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। পরে ব্যাংকের গ্রাহক প্রসেনজিৎ প্রধান দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দিঘা থানার ওসি কামার হাসিদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগকারী প্রসেনজিৎ প্রধান বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য এসেছিলাম। তখনই গ্রাহক সেজে পাশে বসে তার ব্যাগটা আমার ব্যাগের ওপর চাপিয়ে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কেটে টাকা বের করে নেয়। কিছু টাকা পেয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি।