পেট্রাপোলে এসে বিএসএফের প্রশংসা করলেন অমিত শাহ - Southeast Asia Journal

পেট্রাপোলে এসে বিএসএফের প্রশংসা করলেন অমিত শাহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিএসএফের ভূমিকা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারংবার প্রশ্ন তুলে যাচ্ছেন, ঠিক তখনই রাজ্যে এসে ভারত-বাংলাদেশ সীমান্তে এসে বিএসএফের প্রশংসা করে গেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন, বিএসএফের জন্যই দেশজুড়ে সুরক্ষার বাতাবরণ সৃষ্টি হয়েছে।

বিএসএফের ভূমিকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন নয়। কেন্দ্র সরকার বিএসএফের কাজের পরিধি সীমান্ত থেকে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার পর থেকেই এই ইস্যুতে সংঘাত শুরু হয়। রাজ্যের শাসকদল একাধিকবার সাধারণ নাগরিকদের ওপর বিএসএফের ‘অত্যাচার’ নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি রাজ্যে বিএসএফের ক্ষমতা খর্ব করার দাবিও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন সময় পেট্রাপোলের মৈত্রী গেটের ভূমিপুজো অনুষ্ঠানে এসে সীমান্তরক্ষী বাহিনীর ভূয়সী প্রশংসা করে গেলেন অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের জমি সুরক্ষা করতে বিএসএফ কোনও কসুর রাখে না। বরফের পাহাড় থেকে থর মরুভুমি, ভূমি সীমা থেকে নদী সীমান্ত, দেশের সুরক্ষায় কোনও ত্রুটি রাখে না তারা। বিএসএফ ছাড়া ভারতের ভূমিসীমার সুরক্ষা সম্ভব হত না। বিএসএফের জন্যই দেশে আজ সুরক্ষার বাতাবরণ। প্রত্যেক নাগরিক নিজেকে সুরক্ষিত বোধ করছেন।

বস্তুত শাহ বুঝিয়ে দিয়েছেন, রাজ্য সরকার বিএসএফের ভূমিকা নিয়ে যতই অভিযোগ করুক না কেন, সীমান্তরক্ষী বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে কেন্দ্রের।