 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে নিখোঁজের ২ দিন পর প্রভাকর ত্রিপুরা নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রভাকর ত্রিপুরা জেলা সদরের খাগড়াপুর রমনী কার্বারী (কাচার পাড়া) এলাকার প্রয়াত সুরেন্দ্র ত্রিপুরা ও মঞ্জুরী ত্রিপুরার ছেলে এবং রাজধানী ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, গত ১৯ জুন মঙ্গলবার রাতে নিজ ভাইয়ের বাড়িতে ঘুমায় রানা। সকাল থেকে তার কোন খোঁজ খবর না পাওয়ায় এবং বাড়ির পেছনের দরজায় রক্তের দাগ দেখে বিভিন্ন জায়গায় তার খোঁজ নেয় পরিবারের লোকেরা। বৃহস্পতিবার (২০ জুন) সকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাকের জন্য তৈরী করা গর্তে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
