বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![]()
নিউজ ডেস্কঃ
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৩জুন) সকালে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তি চাকমা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুর নবী চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বডুয়া, সমীর দত্ত চাকমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংশেইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, খগেশ্বর ত্রিপুরা, শতরূপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা শাহিনা আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, যুবলীগ সভাপতি যতন ত্রিপুরাসহ অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা অনুষ্টানে অংশ নেয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মাসব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, মাসব্যাপী ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।